Terrorist Attack In Pahalgam (Photo Credit: X)

দিল্লি, ৩ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের  (SCO Summit) বৈঠক শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক ভারত শেষ করতেই এবার নয়া তথ্য প্রকাশ্যে এল। যা পহেলগাম হামলার (Pahalgam Terror Attack)  সঙ্গে সম্পর্কিত।

রিপোর্টে প্রকাশ, গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে (Baisaran Valley)  যে নৃশংস হামলা চালানো হয়, তার পিছনে লস্করের প্রক্সি গ্রুপ (Lashkar Proxy Group ) টিআরএফের নাম উটে আসে। ভারতে (India) হামলা চালানোর জন্য এই টিআরএফ পাকিস্তান (Pakistan) থেকে ভারতে ঢুকে পড়ে কয়েক মাস আগে। তারপর সময় মত এবং নিয়মিত রেইকি করে ২২ এপ্রিল বৈসরণ ভ্যালিতে হামলা চালায় এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠী। এবার উঠে এল আরও ভয়ানক একটি তথ্য।

ভারতীয় গোয়েন্দাদের কথায়, টিআরএফকে যারা ফান্ডিং করে, সেই সমস্ত দেশের নাম তাঁরা জানতে পেরেছেন। টিআরএফের জঙ্গিদের সঙ্গে যে সমস্ত দেশে থাকা মানুষের নিয়মিত কথা হয়েছে, সেগুলি হল মালয়েশিয়া এবং গাল্ফ অন্তর্ভুক্ত দেশ। পাকিস্তান, মালয়েশিয়া এবং গাল্ফ দেশগুলি থেকে টিআরএফকে সমানে টাকা পাঠানো হয়। যাতে ভারতীয় উপমহাদেশে পরপর সন্ত্রাসবাদী হামলা চালানো যায়। ভারতীয় গোয়েন্দাদের হাতে এমন তথ্য উঠে এসেছে এবার।

এনআইএ-র কথায়, মালয়েশিয়ার বাসিন্দা ইয়াসির হায়াতের অই্যাকাউন্ট থেকে টিআরএফকে দেওয়া হয় ৯ লক্ষ টাকা। লস্কর-ই-তইবার কুখ্যাত জঙ্গি সাজিদ মীরের সঙ্গে এই ইয়াসির হায়াতের যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগ থেকেই ইয়াসির হায়াৎ টিআরএফের অ্যাকাউন্টে এক নাগাড়ে ৯ লক্ষ টাকা ফেলে দেয়।

ইয়াসির হায়াতের ব্যাঙ্কের লেনদেন, সোশ্যাল মিডিয়া চ্যাট, কথোপোকথন থেকে এই তথ্য এনআইএ-র গোয়েন্দাদারে হাতে উঠে এসেছে।

জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং হান্ডওয়ারার একাধিক জায়গায় হানা দিয়ে গোয়েন্দারা টিআরএফের সমর্থক ইয়াসির হায়াতের খোঁজ পান। পাশাপাশি আর কোন কোন দেশ থেকে টিআরএফের টাকা আসত, সে বিষয়েও একাধিক তথ্য এনআইএ-র গোয়েন্দাদের হাতে উঠে আসে।

এসবের পাশাপাশি পাকিস্তান থেকে টিআরএফকে সরাসরি টাকা দেওয়া হচ্ছিল, সেই বিষয়টি পহেলগাম হামলার এক মাস পরই গোয়েন্দাদের হাতে উঠে আসে। সবকিছু মিলিয়ে লস্করের এই প্রক্সি গ্রুপের টাকা পয়সা আর কোন কোন জায়গা থেকে সরবারহ করা হত, সে বিষয়ে গোয়েন্দারা জোর তল্লাশি শুরু করেছেন।