পি চিদম্বরম (Picture Credits: ANI)

"ভারতের বিচারপ্রদানের প্রক্রিয়া রহস্যজনকভাবে এগিয়ে চলেছে" । টুইটের মাধ্যেমে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করা নিয়ে দেশের রাজনীতি তোলপাড় হয়েছিল। মোদি উপাধি বিতর্কে রাহুল গান্ধীকে সাংসদ পদ খোয়াতে হয়েছিল। কেননা তাঁর ওপর ফৌজদারী মামলার জেরে জেলের সাজা শোনায় আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ পাওয়ার পরে আবার সংসদে ফিরছেন রাহুল গান্ধী।

এর জন্য তিনি উদাহারণ দিয়েছেন বিজেপি এমপি রামশঙ্কর কাঠেরিয়ার।তিনি জানিয়েছেন" ইটাওয়ার এই সাংসদ একটি হেনস্থার ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন এবং তাঁকে আদালতের তরফে ২ বছরের সাজাও শোনানো হয়। তবে ২-৩ দিনের মধ্যেই সেই আদেশের ওপর  আগ্রার ফার্স্ট অ্যাপিলেট কোর্ট থেকে স্থগিতাদেশ পেয়ে যান তিনি। যেটা মিস্টার কাটারিয়ার জন্য ভাল। এই বিষয়ে কোন মন্তব্য নয়। "

"রাহুল গান্ধীর ক্ষেত্রে ৪ মাসেরও বেশি সময় লাগল মানহানিকর মামলায় শাস্তির ওপর স্থগিতাদেশ পেতে।সেটাও আবার সুপ্রিম কোর্ট থেকে।"

এর পরেই লাইনের রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ মন্তব্য। "বিচারব্যবস্থা যেন রহস্যজনকভাবে এগিয়ে চলেছে।"