প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ হাসপাতালে (Hospital) আচমকা বন্ধ অক্সিজেন সাপ্লাই(Oxygen Supply)। বেঘোরে মৃত্যু ভেন্টিলেশন সাপোর্টে থাকা তিন রোগীর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলন্ধরের সরকারি হাসপাতালে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।হাসপাতাল সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় আচমকা তেল লিক করে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। দ্রুত লিকেজ সারিয়ে অক্সিজেন সরবরাহ করলেও ওই তিন রোগীকে বাঁচানো যায়নি। ত তিন রোগীই ভেন্টিলেশনে ছিলেন বলে জানা গিয়েছে। তিনজনের মধ্যে একজন যক্ষ্মায় আক্রান্ত ছিলেন, একজন ওষুধের ওভারডোজের কারণে অসুস্থ হয়ে কোমায় চলে যান, আর তৃতীয় জন সাপের কামড়ে অসুস্থ হয়েছিলেন। তিনজনেরই মৃত্যু হয়েছে।

হাসপাতালে দম বন্ধ হয়ে মৃত্যু ৩ রোগীর

রোগীদের পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তাঁদের। যদিও এই অভিযোগ স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্ল্যান্টে প্রযুক্তিগত ত্রুটির কারণে অক্সিজেন সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে বিকল্প অক্সিজেন সিলিন্ডার চালুও করা হয় কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। এই ঘটনার পর হাসপাতাল পরিদর্শনে আসেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং। গোটা ঘটনার জন্য চণ্ডীগড় থেকে চিকিৎসকদের একটি দল পাঠানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আচমকা অক্সিজেন সাপ্লাই বন্ধ, দম বন্ধ হয়ে মৃত্যু ভেন্টিলেশন সাপোর্টে থাকা ৩ রোগীর