স্কুল থেকে কলেজের গণ্ডিতে প্রবেশ করতেই একাধিক কিছু পড়ুয়া নেশায় আশক্ত হয়ে যায়। বিশেষ করে যাঁরা হোস্টেলে যায়, তাঁদের ঘর থেকে সিগারেট প্যাকেট, মদের বোতল সহ একাধিক নেশাদ্রব্য পাওয়াই যায়। তবে রবিবার তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটোরে একটি কলেজ হোস্টেল তল্লাশি অভিযান চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। ঘর থেকে উদ্ধার হচ্ছে গাঁজার মতো বেআইনি মাদক। এছাড়া গুটখা, বিভিন্ন রকমের ড্রাগ এসবও উদ্ধার হয়। কলেজ হোস্টেল নাকি নেশাকেন্দ্র, বোঝার উপায় নেই।

উদ্ধার ধারালো অস্ত্র

এছাড়া ছুরি, দা, হাতের পাঞ্জা সহ একাধিক ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে এই তল্লাশি অভিযানে। জানা যাচ্ছে, কোয়েম্বাটোরের এই বেসরকারী কলেজের হোস্টেল থেকে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। সেই সঙ্গে এই হোস্টেলের কিছু পড়ুয়া অসামাজিক কাজেও যুক্ত বলে খবর পেয়েছিল পুলিশ। আর সেই কারণে এদিন প্রায় ৪০০ পুলিশকর্মী আচমকাই অভিযান চালায়। তারপরেই উদ্ধার হয়েছে এই বেআইনি মাদক, অস্ত্রের মতো জিনিসপত্র।

তল্লাশি অভিযান জারি রেথেছে পুলিশ

যদিও এই অভিযানে ঠিক কর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে এবং কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অভিযুক্ত পড়ুয়াদের কলেজ কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে এলাকার আরও যে সমস্ত হোস্টেল রয়েছে, সেখানেও আগামীদিনে এরকমভাবেই তল্লাশি অভিযান চালানো হবে বলে বার্তা পুলিশের।