Abortion In Australia Photo Credit: Pixabay

নয়াদিল্লিঃ হরিয়ানায় (Haryana)‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উদ্যোগে। আর সেই রাজ্যেই ক্রমশ বাড়ছে কন্যাভ্রুণ হত্যার ঘটনা অবৈধ ভাবে চলছে গর্ভপাত (Illegal Abortion) বিক্রি বাড়ছে গর্ভপাত করানোর কিটের অবৈধ গর্ভপাত রুখতে চলতি বছরে এখনও পর্যন্ত সে রাজ্যের বিভিন্ন থানায় ১২০ টির বেশি এফআইআর দায়ের হয়েছে বলে খবর শুরু তদন্ত

হরিয়ানায় বাড়ছে অবৈধ গর্ভপাতের প্রবণতা

হরিয়ানার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিগত কয়েকবছরে ওই রাজ্যে মেয়েদের জন্মহার বিপুল হারে কমছে। এরপরই বিষয়টিতে নজর দেওয়া হয় বেশকিছু ক্ষেত্রে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ সামনে এসেছে এখনও পর্যন্ত অবৈধ গর্ভপাত রুখতে কমপক্ষে ১২০ টি মামলা হয়েছে যার মধ্যে ৩৯টি আদালতে বিচারাধীন। আরও ৪৭ টি মামলার তদন্ত চলছে। এই ব্যাপারে নড়েচড়ে বসেছে প্রশাসন স্বাস্থ্য কর্তাদের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ গর্ভপাত এবং লিঙ্গ নির্ধারণের কাজে জড়িত চক্রকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন থানার পুলিশদের অবৈধভাবে লিঙ্গ নির্ধারণ ও গর্ভপাত ঘটনার তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স ইতিমধ্যেই ৩০০টি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবের লাইসেন্সও বাতিল করা হয়েছে অন্যদিকে ১২ সপ্তাহের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বাদের উপর বিশেষ নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর

এই রাজ্যে বাড়ছে গর্ভপাতের প্রবণতা, অবৈধ গর্ভপাত রুখতে থানায় দায়ের ১২০ টি এফআইআর