নতুন দিল্লি, ১১ জুন: দীর্ঘ নাটকের পর শনিবার ভোরে মহারাষ্ট্রে রাজ্যসভার ৬টি আসনে হওয়া ভোটের ফলাফল সামনে এল। ৬টি আসনের মধ্যে তিনটিতে জিতল শাসক দল মহাজোটের তিন প্রার্থী আর তিনটিতে জিতল বিজেপি। অথচ শিবসেনা-এনসিপি-কংগ্রেসকে নিয়ে গড়া মহাজোটের বিধায়করা যদি ঠিকঠাক ভোট দিতেন তা হলে বিজেপি-র ফল এতটা ভাল হত না। কিন্তু মহাজোটের (মহাআঘোড়ি) প্রার্থীদের একসঙ্গে রিসর্টে রেখেও কোনও ফল হল না। বলিউডের রাজ্যে বহু নাটকের পর শেষ হাসিটা বিজেপিই হাসল। মহারাষ্ট্রে নির্বাচন হওয়া ৬টি আসনের মধ্যে সবচেয়ে চোখ ছিল বিজেপির ধনঞ্জয় মহাদিক ও শিবসেনার সঞ্জয় পওয়ারের মধ্যে। কিন্তু ক্রস ভোটিংয়ের ফায়দা তুলে রাজ্যের শাসক দলের প্রার্থীকে হারিয়ে চমকে দিলেন বিজেপি প্রার্থী।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ভোটে জিতে ফের রাজ্যসভায় যাচ্ছেন। শাসক দল শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত জয় পেলেও সেটা সহজে হল না। শরদ পাওয়ারের এনসিপি-র শীর্ষ নেতা প্রফুল্ল প্যাটেল জয় পেয়ে ফের রাজ্যসভা যাচ্ছেন। অভিনেত্রী নাগমার পরিবর্তে দাঁড়িয়ে কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন ইমরান প্রতাপগ্রাহি। পীযুষ গোয়েলের পাশাপাশি গতকাল, শুক্রবার মহরাষ্ট্রের রাজ্যসভা নির্বাচনে বিজেপি-র দুই প্রার্থী অনিল বোন্দে এবং ধনঞ্জয় মাহাদিক জয় পেলেন।
দেখুন কী বলছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবীশ
#WATCH Very happy that all our 3 candidates- Piyush Goyal, Anil Bonde & Dhananjay Mahadik have been elected to Rajya Sabha. "Dhananjay Mahadik ne aisa Dhobi Pachad lagaya" in last moments that he got more votes than Shiv Sena's Sanjay Raut: Devendra Fadnavis, BJP pic.twitter.com/dJuEwRud6r
— ANI (@ANI) June 11, 2022
মহারাষ্ট্রে হওয়া রাজ্যসভা নির্বাচনে ২৮৪টি বৈধ ভোটের মধ্যে বিজেপি-র পীযুয গোয়েল পেলেন ৪৮, অনিল বোন্দে ৪৮, ধনঞ্জয় মহাদিক ৪১.৫৬, শিবসেনার সঞ্জয় রাউত, কংগ্রেসের ইমরান এবং এনসিপি প্রফুল্ল প্যাটেল ৪৩টি ভোট।