ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারিতে বক্তব্য রাখতে উঠে আবেগে ভাসলেন ইউপিএ চেয়ারপার্সন তথা সাংসদ সোনিয়া গান্ধী। সোনিয়া বললেন, ২০০৪ ও ২০০৯ লোকসভায় মনমোহন সিংয়ের নেতৃত্বে নেমে জয় পাওয়াটা তাঁকে ব্যক্তিগত দিক থেকে সন্তুষ্টি দিয়েছে। তবে আমার ইনিংসের শেষে ভারত জোড়া যাত্রার সাফল্য তাঁকে তৃপ্তি দিয়েছে। প্রসঙ্গত, রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর-কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বেশ ভাল সাড়া ফেলেছিল।
ভারত জোড়ো যাত্রার শেষের দিকে কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়। সোনিয়া গান্ধীর জমানা শেষে কংগ্রেসের সভাপতি হন মল্লিকার্জুন খাড়গে। আরও পড়ুন-খালি গায়ে লখনউ এর রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালালেন সলমন খানের মত দেখতে দুই যুবক, ব্যবস্থার নির্দেশ পুলিশের (দেখুন ভিডিও)
দেখুন টুইট
Our victories in 2004&2009 along with the able leadership of Dr Manmohan Singh gave me personal satisfaction but what gratifies me most is that my innings could conclude with the Bharat Jodo Yatra, a turning point for Congress: Cong MP & UPA chairperson Sonia Gandhi in Raipur https://t.co/EPG2ByMUrfpic.twitter.com/irStn2XzPY
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) February 25, 2023
এদিন, রায়পুরের প্লেনারিতে বক্তব্য রাখতে হয়ে সোনিয়া আরও বলেন, এই সময় কংগ্রেসের এবং সামগ্রিকভাবে গোটা ভারতের কাছেই চ্য়ালেঞ্জিং সময়। দেশের প্রতিটি সংস্থাকেই বিজেপি-আরএসএস দখল করে রেখেছে। কিছু বাছা বাছা শিল্পগোষ্ঠীকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়ে দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে।
দেখুন টুইট
Raipur | We will face all challenges in the country. Bharat Jodo yatra was like sunshine for nation. Thousands joined hands with Rahul Gandhi & proved that Congress is still in their hearts. Rahul inspired youth: Congress Prez, Mallikarjun Kharge at 85th Plenary Session of party pic.twitter.com/vYVnQBrdjB
— ANI (@ANI) February 25, 2023
দলের সভাপতি হওয়ার পর প্রথম প্লেনারি মল্লিকার্জুন খাড়গের মুখে ভারত জোড়ো যাত্রার প্রশংস। খাড়গে বললেন, "দেশের কাছে সূর্যের আলোর মত কাজ করেছে ভারত জোড়ো যাত্রা। হাজারে হাজারে মানুষ রাহুল গান্ধীর হাত ধরে প্রমাণ করেছেন তাঁদের হৃদয় এখনও কংগ্রেসের সঙ্গেই আছে। যুব সামজের অনুপ্রেরণা হল রাহুল।"