নতুন দিল্লি, ৪ জুন: ২০১৪, ২০১৯, ২০২৪। টানা তিনটি লোকসভা নির্বাচনে এনডিএ-র জয়। বিজেপি একা ম্যাজিক ফিগার না পেলেও এনডিএ ২৭২ পেরিয়ে গিয়েছে। তৃতীয়বার ক্ষমতায় বসাকে ঐতিহাসিক বর্ণনা করে দেশের মানুষকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বললেন, এটা ভারতের ইতিহাসের পক্ষে অভূতপূর্ব ঘটনা।
চব্বিশের লোকসভায় তাঁর ৪০০ আসন পারের লক্ষ্যপূরন হল না। এনডিএ জোট (NDA) ২৯৪ এবং বিরোধীদের ইন্ডিয়া (I.N.D.I.A) জোট ২৩৪টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে বলা চলে। আরও একবার দিল্লির কুর্সিতে প্রধানমন্ত্রী হয়ে বসতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi )। রাজধানীর সিংহাসন জয়ের পরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন তিন বারের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নমো লিখলেন, 'দেশের মানুষ টানা তৃতীয়বারের মতো এনডিএ-র প্রতি আস্থা প্রকাশ করেছে। ভারতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন মুহূর্ত। এই ভালবাসা এবং আশীর্বাদের জন্য আমি আমার পরিবারকে প্রণাম জানাই'। তৃতীয়বার ক্ষমতায় এসে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্খা পূরণে নতুন শক্তি, নতুন উদ্যম ও নতুন সংকল্প গ্রহণ করবে কেন্দ্র। দেশবাসীর পাশাপাশি দলের সমস্ত কর্মী, যাদের অক্লান্ত পরিশ্রমে এই জয় সম্ভব হয়েছে তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী।
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi | PM Modi says, "Our Constitution is our guiding light. This year will mark 70 years of our Constitution. We will work with all states and work hard towards becoming 'viksit Bharat'..." pic.twitter.com/DBUy63H4bt
— ANI (@ANI) June 4, 2024
ভোটের ফল ঘোষণা যখন প্রায় শেষের দিকে, সেই সময় দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অমিত শাহ, জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে দিল্লির বিজেপির সদর দফতরে হাজির হন মোদী। অনুরাগীদের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে জয়ী হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী আসনে ১ লক্ষের বেশি আসনে কংগ্রেসের অজয় রাইকে পরাজিত করেন মোদী।