Modi On Operation Sindoor (Photo Credit: ANI/X)

নীতি আয়োগের বৈঠকে ভারতের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। আগামী ২০-২৫ বছরে দেশ কোন দিকে অগ্রগতি করবে, সেখানে রাজ্যগুলির কী পদক্ষেপ থাকবে, এই নিয়েও আলোচনা হয়। তবে এইসবের মধ্যেও ছিল পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। প্রতিরক্ষা ব্যবস্থাতেও আগামী দিনে দেশ কোন নীতি নিয়ে এগিয়ে যেতে চলেছে, সেই নিয়েও হালকা আভাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপ ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রশংসা করেছেন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, অপারেশন সিঁদুর এককালীন উদ্যোগ হিসেবে দেখা উচিত নয়। এটি একটি দীর্ঘমেয়াদি পদ্ধতি। সাম্প্রতিক সময়ে নাগরিকদের যে মক ড্রিল দেওয়া হয়েছিল, তাতে পুনরায় মনোযোগ দেওয়া উচিত। প্রতিটি রাজ্যকে নাগরিক প্রতিরক্ষা প্রস্তুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত। সেই সঙ্গে নাগরিকদের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আধুনিকীকরণ করা উচিত।

সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে

অন্যদিকে অপারেশন সিঁদুরের প্রশংসা করতে গিয়ে সেনাবাহিনীর নির্ভুলতা ও লক্ষবস্তুর ওপর হামলার নিয়ে কথা হয়েছে এই বৈঠকে। সেই সঙ্গে প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রচেষ্টাকেও প্রশংসা করা হয়েছে এদিন