Masood Azhar (Photo Credit: Twitter)

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: অপারেশন সিঁদূরের (Operation Sindoor) আঘাত যে কতটা তীব্রতর হয়েছে, তা এবার স্বীকার করে নিল জইশ-ই-মহম্মদ। মাসুদ আজাহারের (Masood Azhar) পরিবারের অস্তিত্ব নেই। অপারেশন সিঁদূরের আঘাতে মৃত্যু হয়েছে মাসুদ আজাহারের পরিবারের। এমনই জানানো হয়েছে জইশ-ই-মহম্মদের তরফে।

অপারেশন সিঁদূরের পর এই প্রথম মুখ খোলা হল জইশ-ই-মহম্মদের তরফে। আর সেখানেই দাবি করা হয়, জইশ প্রধান মাসুদ আজাহারের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। অপারেশন সিঁদূরের সময় ভাওয়ালপুরে হামলা চালায় ভারতীয় সেনা (Indian Army)। মাসুদ আজাহারের পরিবার যেখানে লুকিয়ে ছিল, সেখানেই চালানো হয় হামলা।

ভারতের এই হামলার জেরেই মাসুদের পরিবারের সদস্যদের মৃত্য়ু হয়। জইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মিরীকে এমন কথা বলতে শোনা যায়। ইলিয়াস কাশ্মীরির যে অডিয়োটি ভাইরাল হয়, সেখানেই মাসুদের পরিবারের সদস্য়দের মৃত্যু হয়েছে বলে মন্তব্য় করতে শোনা যায় তাকে।

ভাওয়ালপুরের জামিয়া মসজিদে গত ৭ মে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদূর যখন শুরু হয়, তার জেরে ভাওয়ালপুরের জামিয়া মসজিদে লুকিয়ে ছিল মাসুদের পরিবার। আর সেখানেই ভারতের একের পর এক মিসাইল আছড়ে পড়তে শুরু করে। যার জেরে মাসুদ আজাহারের পরিবার প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অডিয়ো বার্তায় এমন বলতে শোনা যায় ইলিয়াস কাশ্মীরিকে।

ভারতের হামলায় মাসুদ আজাহারের পরিবারের সদস্য়দের দেহ খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। অপারেশন সিঁদূরের পর এই প্রথম মুখ খুলতে দেখা যায় জইশ-ই-মহম্মদের।

গত ২২ এপ্রিল পহেলগামে হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। পহেলগামে হামলার পর ৭ মে অপারেশন সিঁদূর শুরু করে ভারত। অপারেশন সিঁদূরে পাকিস্তানের ১০০ জঙ্গিকে খতম করে ভারত। আর সেখানেই ভাওয়ালপুরে হামলা চালিয়ে মাসুদ আজাহারের পরিবারকে খতম করে দেয় ভারতীয় সেনা।