দিল্লি, ১২ মে: কয়েক বছর ধরে সন্ত্রাসের চরিত্র বদলে গিয়েছে। জঙ্গিদের চরিত্র বদলাতে শুরু করেছে। যার জেরে গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদীরা সাধারণ নিরপরাধ মানুষকে ক্রমাগত নিশানা করছে। সাধারণ মানুষের উপর হামলা করা হচ্ছে। সন্ত্রাসবাদীরা যেভাবে নিজেদের চরিত্র বদলাতে শুরু করেছে, তার জেরে পহেলগাম পর্যবন্ত তাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে। আর সেই কারণেই ভারত জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মত জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। জঙ্গি ঘাঁটিতে (Terrorist) হামলা চালিয়ে পাকিস্তানের (Pakistan) মদতপুষ্ট জঙ্গিদের খতম করেছে ভারত (India) । আবারও যদি কখনও পাকিস্তান বা জঙ্গিরা ভারতে আঘাতের চেষ্টা চালায়, তাহলে তার জবাব কড়া ভাবে দেওয়া হবে বলে জানানো হয় ডিজিএমওদের সাংবাদিক বৈঠকে।
শুনুন কী বললেন ভারতের ডিজিএমও...
#WATCH | Delhi | DGMO Lieutenant General Rajiv Ghai says, "In the last few years, the character of terrorist activities have changed. Innocent civilians were being attacked.. 'Pahalgam tak paap ka ye ghada bhar chuka tha'..." pic.twitter.com/Nr21vVKSTo
— ANI (@ANI) May 12, 2025
এসবের পাশাপাশি নূর খান থেকে শুরু করে একাধিক এয়ারবেস, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছে। তবে ভারতের প্রত্যেকটি বায়ুসেনা ঘাঁটি সুরক্ষিত। ফলে প্রত্যেকটি বায়ুসেনা ঘাঁটি সঠিকভাবে কাজ করছে বলেও জানান এয়ার মার্শাল এ কে ভারতী। ভবিষ্যতে কোনও ধরনের হামলা চেষ্টা চললে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানানো হয় ডিজিএমওদের বৈঠকে।
শুনুন কী বললেন একে ভারতী...
#WATCH | Delhi: Air Marshal AK Bharti says, "All our military bases, all our systems continue to remain fully operational and ready to undertake any future missions should the need so arise." pic.twitter.com/HWQwP5ol6Q
— ANI (@ANI) May 12, 2025