Operation Sindhu (Photo Credits: X)

নয়াদিল্লি, ২২ জুনঃ ইরান এবং ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মাঝে ভারত সরকার ‘অপারেশন সিন্ধু’ নামে একটি অভিযান চালু করেছে। এই অভিযানের মধ্যে দিয়ে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিক, প্রধানত ছাত্রদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শনিবার রাত অবধি যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে মোট ১,১১৭ জন ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে ইরানের বিভিন্ন শহরে এখনও ৭০০ জনেরও বেশি কাশ্মীরি শিক্ষার্থী আটকা রয়েছেন বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ ক্ষেপণাস্ত্র হামলায় খতম ইরানি কুদস ফোর্সের-এর কমান্ডার, দাবি ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রীর

শুক্রবার অ্যাসোসিয়েশনের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, 'তেহরান, কেরমান, গিলান, শিরাজ, আরাক এবং অন্যান্য অঞ্চল সহ ইরানের বিভিন্ন শহরে এখনও ৭০০ জনেরও বেশি কাশ্মীরি পড়ুয়া আটকে রয়েছেন। তাদের এখনও উদ্ধার করা হয়নি। আমরা তাঁদের নিরাপত্তা এবং সময়মত সরিয়ে নেওয়ার জন্য বিদেশ মন্ত্রক (MEA), তেহরানে ভারতীয় দূতাবাস এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি'।

ইরানে আটকে ৭০০ কাশ্মীরি পড়ুয়া

ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইরান। তবে শুধুমাত্র ভারতের জন্যে নিজের আকাশসীমা খুলেছে ইরান (Iran)। আকাশপথ খুলতেই আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর হয়েছে নয়াদিল্লি। ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সহজ করার জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশমন্ত্রী রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

এদিকে ২১ জুন, শনিবার রাত সাড়ে ৯টায় ইরানের মাশহাদ থেকে নয়াদিল্লিতে পৌঁছয় একটি বিশেষ বিমান। ওই বিমানে চেপে ২৯০ জন ভারতীয় নাগরিক ইরান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছেন। এই নিয়ে মোট ১,১১৭ জন ভারতীয় নাগরিককে ইরান থেকে সরিয়ে আনা হয়েছে।