Operation Sindhu (Photo Credits: X)

নয়াদিল্লি, ২১ জুনঃ যুদ্ধ কবলিত ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্ধার করতে তৎপর হয়েছে নয়াদিল্লি। ইরান থেকে ভারতীয়দের বের করে আনতে 'অপারেশন সিন্ধু’ (Operation Sindhu) শুরু করেছে নয়াদিল্লি। শুক্রবার রাতে ২৯০ জন ভারতীয় পড়ুয়া দিল্লি পৌঁছেছে ‘অপারেশন সিন্ধু’-এর আওতাভুক্ত তৃতীয় বিমানে চেপে। এখনও পর্যন্ত ইরানে আটকে পড়া মোট ৫১৭ জনকে ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিমানের সফল অবতারণেরে পর ভারতের বিদেশমন্ত্রী রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এক্স হ্যান্ডেলে লেখেন, 'চার্টার ফ্লাইটের মাধ্যমে ইরান থেকে ২৯০ জন ভারতীয় নাগরিককে সরিয়ে আনা হয়েছে। ২০ জুন রাত সাড়ে ৯টা নাগাদ বিমানটি ইরান থেকে নয়াদিল্লি পৌঁছয়। যার মধ্যে শিক্ষার্থী এবং ধর্মীয় তীর্থযাত্রীরা রয়েছেন'। শুধুমাত্র ভারতের জন্যে নিজের আকাশসীমা খুলেছে ইরান (Iran)। আকাশপথ খুলতেই আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর নয়াদিল্লি। ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সহজ করার জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশমন্ত্রী।

২৯০ জন ভারতীয় পড়ুয়া-সহ তৃতীয় বিমান নয়াদিল্লিতেঃ

শনিবার ভোররাতে ইরান থেকে আরও একটি বিমান এসে পৌঁছয় নয়াদিল্লি। তুর্কমেনিস্তান এবং আশগাবাত থেকে একটি বিশেষ বিমানে চাপিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। ২১ জুন ভোর ৩টের সময় বিমানটি নয়াদিল্লি পৌঁছয়। সফল উচ্ছেদ অভিযানের প্রশংসা করে ভারতের বিদেশমন্ত্রী রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, এখন পর্যন্ত ৫১৭ জন ভারতীয় নাগরিক অপারেশন সিন্ধুর অধীনে ইরান থেকে দেশে ফিরেছেন।

৫১৭ জন ভারতীয় নাগরিককে ইরান থেকে ফেরানো হয়েছে

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অপারেশন সিন্ধু চালু করেছে।