ইরান-ইজরায়েল চলতি সংঘর্ষের মধ্যেই ২৯৬ জন ভারতীয় নাগরিক এবং ৪ জন নেপালের নাগরিককে ইরান থেকে দেশে ফেরাল ভারত। এর আগে অপারেশন সিন্ধুর আওতায় ইরান থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল ৩,১৫৪ জন। বুধবারের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান থেকে মোট ৩৪২৬ জন ভারতীয় নাগরিককে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। অপারেশন সিন্ধু (Operation Sindhu) বিবৃতিতে বলা হয়েছে, '২৫ জুন ভোর সাড়ে ৬টায় মাশহাদ থেকে নয়াদিল্লি পৌঁছানো একটি বিশেষ বিমানে ২৯৬ জন ভারতীয় ও ৪ জন নেপালি নাগরিককে ইরান থেকে সরিয়ে আনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। আরও পড়ুন-Operation Sindhu: ইজরায়েল থেকে খুঁজে খুঁজে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাচ্ছে মোদী সরকার, ২৬৮ জনকে নিয়ে তৃতীয় বিমান নামল দিল্লিতে, দেখুন ভিডিয়ো
#OperationSindhu: 272 Indian nationals & 3 Nepalese citizens evacuated from Iran.
External Affairs Ministry spokesperson Randhir Jaiswal says so far, a total of 3426 Indian nationals have been brought back to India from Iran.@MEAIndia @PIB_India pic.twitter.com/V1mXRrCLZ1
— All India Radio News (@airnewsalerts) June 26, 2025
গত ১৮ জুন থেকে ইরানের মাশহাদ শহর, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান ও তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ থেকে চার্টার্ড ফ্লাইটে নাগরিকদের সরিয়ে নিয়েছে ভারত। ইরান মাশহাদ থেকে তিনটি চার্টার্ড ফ্লাইট সুবিধার্থে ২০ জুন আকাশসীমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। প্রথম বিমানটি গত সপ্তাহের শুক্রবার গভীর রাতে ২৯০ জন ভারতীয়কে নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করেছিল এবং দ্বিতীয় বিমানটি শনিবার বিকেলে ৩১০ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে অবতরণ করেছিল। বৃহস্পতিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে আরেকটি বিমান দেশে পৌঁছায়। শনিবার ভোরে আশখাবাত থেকে একটি বিশেষ উদ্ধারকারী বিমান নয়াদিল্লিতে অবতরণ করেছিল।