প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ অনলাইন গেমিং(Online Gaming)-এর নেশায় বুঁদ বর্তমান প্রজন্ম। আর এই অনলাইন গেমিং-এর নেশাকে কেন্দ্র করে একের পর এক বিপত্তি ঘটছে দেশে। ফের এই অনলাইন গেমের নেশার ফাঁদে পা দিয়ে আত্মঘাতী (Suicide)যুবক। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) জাজপুরের কাদুবানি গ্রামে(Kadubani Village)। অনলাইন গেমের ফাঁদে পড়ে সর্বশ্রান্ত হন ২২ বছরের শ্রীনিবাস নায়ক ওরফে লিঙ্কন। কালিয়াপানি থানার পুলিশ জানিয়েছে,ঘটনাটি ঘটে রবিবার রাতে। বাড়ির সকলের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের ঘরে শুতে গিয়েছিল লিঙ্কন। সকালে ঘুম থেকে না ওঠায় দরজায় ধাক্কা দেন তাঁর মা। ছেলে দরজা না খোলায় গ্রামের লোকজনকে ডাকেন তিনি। এরপরই স্থানীয়রা দরজা ভেঙে মৃত অবস্থায় পায় এই যুবককে। আত্মঘাতী হয়েছেন তিনি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। একটি বেসরকারি কোম্পানিতে চুক্তি কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। অনলাইন গেমের নেশায় লক্ষাধিক টাকার ঋণ হয়ে গিয়েছিল তাঁর। এই ঋণ মেটাতে গ্রামের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা না ফেরাতে পারায় মাঝেমধ্যেই পাওনাদারদের চাপের মুখে পড়তে হচ্ছিল তাঁকে। এরপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতকে আত্মহত্যায় কেউ প্ররোচনা দিয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।২২ বছরের লিঙ্কনের মৃত্যুতে শোকের ছায়া কালিয়াপানি থানার অন্তর্গত কাদুবনি গ্রামে।