নয়াদিল্লিঃ দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দিওয়ালি(Diwali 2024) উৎসব। আলোর উৎসবে সেজে উঠছে গোটা দেশ(Country)। তবে শুধু দেশেই নয়, আলোর উৎসবের ছোঁয়া লেগেছে সুদূর মার্কিন মুলুকেও(America)। এ বার দিওয়ালি উপলক্ষে সেজে উঠল ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার(One World Trade Center)। দিওয়ালির জন্য সেখানে বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের গায়ে আলোর সাহায্যে নকশা কেটে লেখা হয়েছে, 'আমেরিকান দিওয়ালি।' প্রসঙ্গত, দিওয়ালি উদযাপনে মেতেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উদযাপন করেন তিনি। এটাই আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে বাইডেনের শেষ দিওয়ালি উদযাপন। তাই কোনও বিষয়ে খামতি রাখেননি তিনি। এদিন দিওয়ালির জন্য হোয়াইট হাউসে জমকালো পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে কমপক্ষে ৬০০ লোক আমন্ত্রিত ছিলেন। যার মধ্যে বিশেষ করে আমন্ত্রণ জানানো হয় আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের। মার্কিন মুলুকের বুকে এভাবে দিওয়ালি উদযাপন করে গর্বিত বাইডেন, এমনটাই জানান তিনি।
দিওয়ালি উপলক্ষে সেজে উঠেছে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দেখুন ভিডিয়ো
#WATCH | The tallest building in the USA, One World Trade Center lit up in lights of radiant colours ahead of Diwali.
Source: India in New York pic.twitter.com/fwAB9ba4LA
— ANI (@ANI) October 30, 2024