প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লিঃ ছত্তিসগড়ের (Chhattisgarh)জঙ্গলে আইইডি বিস্ফোরণ(IED Blast) আগুনে ঝলসে মৃত্যু এক জওয়ানের (Jawan) গুরুতর জখম আরও দুই সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বীজাপুর জেলায় শহীদ জওয়ানের নাম দীনেশ নাগ। ছত্তিসগড় পুলিশের (Chhattisgarh Police) ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন তিনি।সূত্রের খবর, এদিন ভোররাত থেকে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এবং সংলগ্ন অঞ্চলে অভিযান শুরু করে ডিআরজি সেই সময়ই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর সেই সময় ঘটনাস্থলেই ছিলেন দীনেশ নামে ওই জওয়ান বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর গুরুতর জখম হন আরও দুই জওয়ান তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা তাঁদের অবস্থা সংকটজনক নয় বলে জানিয়েছেন বস্তারের আইজি পি সুন্দররাজ।

আইইডি বিস্ফোরণে শহিদ হলেন ছত্তিশগড়ের এক জওয়ান

 উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ঝড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে অভিযান চালানো হচ্ছে। আর ছত্তিশগড়ের বিজাপুর বরাবরই মাওবাদীদের শক্ত ডেরা হিসেবে পরিচিত। তাই এই অঞ্চলে প্রায়ই অভিযান চালাচ্ছে সেনা।

ছত্তিসগড়ের জঙ্গলে আই ইডি বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু ১ জওয়ানের, আহত আরও ২