রাখির দিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। বিকাশ মার্গ এলাকার কমসম হাসপাতালে ঘটেছে দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহি্নী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। কয়েকঘন্টার চেষ্টায় পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে। তবে এই দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানির ঘটনা। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১১ জনকে। এছাড়া বেশ কয়েকজন হাসপাতালের কর্মীদেরও উদ্ধার করা হয়েছে। রোগীদের ইতিমধ্যেই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মৃত এক কর্মী

মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে সে হাসপাতালের কর্মীই ছিল। যদিও হাসপাতালে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। জনবহুল এলাকায় অবস্থিত এই হাসপাতালে আদৌ অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকলসূত্রে খবর, এদিন দুপুর ১২টা ১২ নাগাদ হাসপাতালের কর্মীরা ফোন করে আগুন লাগার খবর জানায়। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ৪-৫টি ইঞ্জিন পাঠানো হয়।

দেখুন ভিডিয়ো

২ জনের অবস্থা আশঙ্কাজনক

দমকল আধিকারিকরা জানিয়েছেন, গ্রাউন্ড ফ্লোরের সার্ভার রুমে প্রথমে আগুন লাগে। আর তার জেরেই হাসপাতাল কর্মীরা ওপরে উঠে যায়। মূলত ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া হাসপাতালের কর্মী ও রোগীদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দ্বিতীয় তলা থেকে কাঁচ ভেঙে উদ্ধার করা হয়েছে।