প্রতীকী ছবি

বাল্লিয়া, ১৭ জুন: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাল্লিয়াতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ডিজে ভ্যানে (DJ van) তড়িতাহত হয়ে প্রাণ গেল এক কিশোরের। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে ইন্দ্রপুর গ্রামের শ্রীরাম রাজভরের বাড়িতে। ডিজে ভ্যানে একটি উন্মুক্ত তারে তড়িতাহত হয় ২ জন। দু'জনের মধ্যে একজন বাবলু রাজভর এবং অন্যজন সোনু। হাসপাতালে ভর্তি করা হলে প্রাণ হারায় বাবলু। সোনুর শরীরের অনেকটা অংশ জ্বলে গেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন সে।