নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ৮ এপ্রিল: হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, জীবনের যে কোনওরকম কঠিন বাধা পেরোতে ভগবান হনুমান আমাদের সহায় হোন, শক্তি দিন। ভগবান হনুমানের জন্মদিনটিকে ভারতে হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয়। চৈত্রমাসে পূর্ণিমার দিনে হয় এই হনুমান জয়ন্তী। দিনটি ইংরেজি এপ্রিল মাসে পড়ে। হিন্দু পুরাণ অনুসারে মানুষ তার নিজের জীবনে বড়কোনও বিপর্যয়ের মুখোমুখি হলে তা কাটাতে হনুমানের উপরেই ভরসা রাখে। আরও পড়ুন-Shab-E-Barat 2020 Wishes in Bengali: শবে বরাত উৎসবের দিনে আপনার আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন

আজকের দিনে ভগবান হনুমানকে পট্টবস্ত্র ও সিঁদুর লেপে গাঁদা, গোলাপের মালা চড়িয়ে পূডার্চনা করে। চলে প্রসাদ বিতরণ। এদিকে দেশজড়ে এখন বিপর্যয় চলছে। মারণ ভাইরাসের কবলে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বাড়াতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। সবাইেই বাড়িতে থাকতে হচ্ছে। আইন অমান্য করে তাই মন্দিরে গিয়ে এদিন আর হনুমান জয়ন্তী পালন সম্ভব নয়। বাড়িতে ভক্ত যাবতীয় পুজোর আয়োজন করবে।