
প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে। বিশেষ করে কাঠুয়া (Kathua) জেলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইন এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উপড়ে গেল আস্ত একটি গাছ। রাস্তা দিয়ে সেই সময় যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। আর সেই গাড়ির ওপর পড়ে যায় গাড়ির একটি বড় অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাণের ভয়ে গাড়ি থেকে ঝাঁপ দেন চালক সহ এক যাত্রী। অল্পের জন্য দুজনের রক্ষা পান। তবে গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। আপাতত ভেঙে পড়া গাছটি সড়িয়ে ফেলার কাজ চলছে। অন্যদিকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
বিহারেও হচ্ছে ঝড়বৃষ্টি
এদিকে গতকাল থেকেই বিহারে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। নালন্দায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। সেখানেও গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছিল কয়েকজনের। আহতও হয়েছিলেন অনেকে। যদিও ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা গিয়ে আটকে থাকা মানুষদের উদ্ধার করেছে।
দেখুন ভিডিয়ো
Kathua, Jammu and Kashmir: A storm caused trees to fall at several places in Kathua district. On Police Line Road, a large tree fell on a moving car during the storm. Two people were inside the car but escaped safely. Locals helped remove the tree and rescued the passengers pic.twitter.com/usRcIUOOSt
— IANS (@ians_india) April 11, 2025
বঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই
বিহার থেকে জম্মু-কাশ্মীর সর্বত্র প্রবল ঝড়বৃষ্টি শুরু হলেও বাংলাতে এথনও সেভাবে ঝেঁপে বৃষ্টি শুরু হয়নি। বুধবার থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হলেও সকালে দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকছে। বেলা গড়ালে সূর্যের তেজ কমলেও সেভাবে বৃষ্টিপাত হয়নি বললেই চলে।