নতুন দিল্লি, ২৫ মে: তীব্র দাবদাহ দেশের বিভিন্ন অংশে। দিল্লি থেকে রাজস্থান, মুম্বই থেকে কলকাতা-সর্বত্র দাবদাহ। এরই মধ্যে আজ, শনিবার রাজস্থানের ফালোদি-তে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁল। মরু রাজ্যের বারমের দেশের দ্বিতীয় উষ্ণতম অঞ্চল। সেখানে তাপমাত্রা ৪৯ ডিগ্রির খুব কাছে থাকল। আজ লোকসভা নির্বাচনে ভোট দিল দিল্লিবাসী, দেশের রাজধানী শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি।
দিল্লি, হরিয়ানা সহ যে সব জায়গায় তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছিল, তা বজায় থাকল। উত্তর, পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় যখন তীব্র তাপপ্রাবহ, দাবদাহ, তখন দক্ষিণের কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে, আজ থেকে কেরলে ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। কেরলের সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন-Gujarat: কচ্ছে চলন্ত ট্রাকে আগুন, লাফ দিয়ে বাঁচল চালক, দেখুন ভিডিয়ো
দেখুন খবরটি
On May 25, the highest temperature in Rajasthan was recorded in Phalodi at 50 °C and the second highest in Barmer at 48.8 °C: IMD
— ANI (@ANI) May 25, 2024
কলকাতায় আজ, শনিবার সকাল থেকে তীব্র গরম। রোদ এড়িয়ে যারা ঘরে থাকলেন, তারা কার্যত ঘেমে নেয়ে নিলেন। তবে দুপুরের দিকে ঝড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি আসে। তবে ঘণ্টাখানেক পরে গরমের অস্বস্তির দাপট যেন আরও বাড়ে।