Manipur Violence (Photo Credit: File Photo)

দিল্লি, ২৩ এপ্রিল: 'মণিপুরে (Manipur) মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে মানুষের।' এমন ইস্যুতে এবার মুখ খুললেন মার্কিন প্রতিনিধি। মার্কিন স্টেট দফতরের আধিকারিক জানান, ভারত এবং আমেরিকা সর্বদা মানবাধিকার ইস্যু এবং গণতন্ত্র রক্ষার বিষয়ে আলোচনা করে। ভারত এবং আমেরিকার আলোচনার মধ্যে সব সময় মানবাধিকার সংক্রান্ত বিষয়টি উঠে আসে। তাই মণিপুরে মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে কি না, সে বিষয়ে আমেরিকা অবগত বলেও জানান মার্কিন আধিকারিক।

আরও পড়ুন: Manipur Viral Video: 'লজ্জিত দেশ, কেন ৭৮ দিন ধরে জ্বলছে মণিপুর', প্রশ্ন সমাজবাদী পার্টির

তিনি আরও বলেন, ভারত যাতে মানবাধিকার সংক্রান্ত সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করে, সে বিষয়ে দিল্লিকে আহ্বান জানানো হয়েছে। নাগরিক সমাজের প্রতি নিধিদের সঙ্গে সাক্ষাৎ করে ভারত যাতে মানবাধিকার রক্ষার বিষয়টিকে আরও শক্তপোক্তভাবে তুলে ধরে, সে বিষয়েও নিজেদের মত প্রকাশ করে আমেরিকা।

প্রসঙ্গত গত বছর থেকে মণিপুর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের বিবাদের জেরে। মণিপুর উত্তপ্ত হতে শুরু করলে, সেখানে মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে সুর চড়ানো হয়।