বেঙ্গালুরু, ৩০ নভেম্বর: করোনার (Corona) নয়া প্রজাতি ওমিক্রন থেকে বাঁচতে নতুন করে টিকা (Corona Vaccine) নিতে হবে। এমন ভয় দেখিয়ে বেঙ্গালুরুতে একটি বাড়িতে প্রবেশ করে গয়না এবং নগদ লুটে নিল দুষ্কৃতীরা। যা প্রকাশ্যে আসতেই জোর কদমে শোরগোল শুরু হয়েছে।
জানা যাচ্ছে, ওমিক্রন (Omicron) রুখতে টিকা নিতে হবে। এমন দাবি করে সরকারি কর্মী সেজে বেঙ্গালুরুর একটি বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর মা এবং পুত্রবধূকে বেঁধে রেখে সেখান থেকে গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। দুষ্কতীরা ওমিক্রনের টিকা দেওয়ার নাম করে কীভাবে বেঙ্গালুরুর ওই বাড়িতে প্রবেশ করলে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Rajya Sabha: লোকসভা থেকে ওয়াকআউট, রাজ্যসভা থেকে ১২ সাংসদের বরখাস্তের প্রতিবাদ বিক্ষোভ বিরোধীদের
দক্ষিণ আফ্রিকায় (South Africa) করোনার নতুন প্রজাতি ওমিক্রন ধরা পড়তেই গোটা বিশ্ব জুড়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন যে কোনও সময়ে ছড়িয়ে পড়তে পারে, তার জন্য প্রত্যেকটি দেশকে সতর্ক থাকতে হবে বলে জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।