ওমর আবদুল্লাহ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ৬ বছর পর মুখ্যমন্ত্রী(Chief Minister) পেল জম্মু কাশ্মীর(Jammu & Kashmir)। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লাহ(Omar Abdullah)। বুধবার, আবদুল্লাহ ছাড়াও শপথ বাক্য পাঠ করেন মন্ত্রী পরিষদের পাঁচ সদস্য। পাশাপাশি জম্মু কাশ্মীরে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরেন্দ্র চৌধুরী। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (SKICC)শপথ নেন ওমর আবদুল্লাহ। তাঁকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের বহু নেতা। আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, ১০ বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৯০ টি আসনের মধ্যে ৪২ টিতে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পার করে সরকার গড়ছে ন্যাশনাল কনফারেন্স। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরকে নতুন দিশা দেখানোর আশ্বাস দিয়েছেন আবদুল্লাহ।

৬ বছর পর মুখ্যমন্ত্রী পেল জম্মু কাশ্মীর, শপথ নিলেন ওমর আবদুল্লাহ