শ্রীনগর, ১০ সেপ্টেম্বর: আগামী সপ্তাহ থেকেই জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir Assembly Elections 2024) শুরু হচ্ছে তিন দফায় হতে চলা বিধানসভা নির্বাচন। তার আগে প্রচার তুঙ্গে তুলেছে উপত্যকার দলগুলি। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচন নিয়ে ভূ স্বর্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এদিন জম্মুর ডোডা জেলার কিস্তওয়ারে এক জনসভায় বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন ন্যাশানল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আবুদল্লা।
কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়া এনসি নেতা ওমর আবদুল্লা বললেন, " বিজেপি শুধু ভয় দেখানো আর হুমকির রাজনীতি করে। বিজেপি অভিযোগ করছে, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস ক্ষমতায় এলে নাকি বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে। কিন্তু আসল কথা হল, আমরা ক্ষমতায় থাকার সময় জম্মু-তে জঙ্গি নাশকতার ঘটনা একেবারেই কমে গিয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের আওতায় যাওয়ার পর চিনাব ভ্যালি সহ জম্মুর বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে।" আরও পড়ুন-আত্মহত্যা করতে এসে রেললাইনেই ঘুমিয়ে পড়লেন তরুণী, তারপর যা হল...
দেখুন কী বললেন ওমর আবদুল্লা
#WATCH | Kishtwar, J&K | National Conference leader Omar Abdullah says, "...BJP doesn't do anything except create fear and threatening. BJP has been saying that if the National Conference-Congress govt comes to power then militancy will rise again. The Home Minister should… pic.twitter.com/Ou6oDK6i5p
— ANI (@ANI) September 10, 2024
এরপর ওমর আবদুল্লা বলেন, "পির পাঞ্জাল, রেয়াসি, কাঠুয়া এবং সাম্বাতেও বেড়েছে জঙ্গি কার্যকলাপ। আমরা কথা দিচ্ছে ক্ষমতায় এলে এইসব জায়গায় জঙ্গি কার্যকলাপ বন্ধের সব প্রশাসনিক চেষ্টা করা হবে, এবং কথা দিলাম, আমার ক্ষমতায় এলে জম্মু জঙ্গিমুক্ত হবে।" আগামী ১৮, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর তিন দফায় হবে জম্মু-কাশ্মীরের ৯০ আসনের বিধানসভা নির্বাচন। জোট গড়ে লড়ছে এনসি, কংগ্রেস, সিপিআইএম ও জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি। এনসি ৫১, কংগ্রেস ৩২, সিপিআইএম ও প্যান্থার্স পার্টি ১টি করে আসনে প্রার্থী দিয়েছে।