Olympian Manu Bhaker grandmother and uncle die in Haryana road accident (Photo Credits: ANI, X)

নতুন বছরের গোড়াতেই ঘোর বিপদ নেমে এল অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের (Manu Bhaker) পরিবারের উপর। পথ দুর্ঘটনায় পরিবারের দুই সদস্যকে হারালেন অলিম্পিয়ান। রবিবার, ১৯ জানুয়ারি হরিয়ানার (Haryana) চরখি দাদরিতে দুর্ঘটনার কবলে পড়ে মনুর মামার স্কুটিটি। মৃত্যু হয়েছে মামা যুধবীর সিং এবং দিদা সাবিত্রী দেবী।

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৯টা নাগাদ মহেন্দ্রগড় বাইপাস ধরে স্কুটি করে কোথাও যাচ্ছিলেন মনুর মামা এবং দিদা। পথে দ্রুত গতির গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে স্কুটির। ঘটনাস্থলেই একেবারে পিষে মারা যান সাবিত্রী দেবী এবং ছেলে যুধবীর। ধাক্কার তীব্রতায় গাড়িটিও বাইপাসের ধারে উলটে পড়ছে। সামনের অংশ ভেঙেচুরে গিয়েছে। গাড়ির চালক পলাতক। মনুর মামা এবং দিদার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। হরিয়ানা পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছেন।

গাড়ির ধাক্কায় মৃত্যু মনুর মামা এবং দিদারঃ