প্রতীকী ছবি

রাঁচি: রং খেলা (Holi) নিয়ে গণ্ডগোলের জেরে ৬৫ বছরের এক বৃদ্ধাকে (old woman) পিটিয়ে মারার (Beaten to death) অভিযোগ উঠল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (JharKhand) গোড্ডা (Godda) জেলায়। ইতিমধ্যে এই বিষয়ে এক মহিলা-সহ একাধিক ব্যক্তির নামে একটি অভিযোগ দায়ের হওয়ার পরেই পালিয়ে গেছে অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হোলি উপলক্ষে গোড্ডা জেলার আমোর নিমা গ্রামে ৬৫ বছরের বুচি দেবীর বাড়িতে তাঁর ছেলেকে রং মাখাতে এসেছিল এক মহিলা-সহ কয়েকজন ব্যক্তি। জোর করে তাঁকে রং মাখাতে গেলে বাধা দেন ওই বৃদ্ধা। এই সময়ই অভিযুক্তরা তাঁকে পিটিয়ে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

এপ্রসঙ্গে মৃতার ছেলে মুরারি সিং জানান, তাঁর মায়ের সঙ্গে কারও কোনও ঝগড়া ছিল না। বুধবার অভিযুক্তরা বাড়িতে এসে তাঁকে জোর করে রং মাখানোর চেষ্টা করছিল। সেই সময় তাঁর মা বাধা দেন। তখন অভিযুক্তরা তাঁকে প্রচণ্ড মারধর করে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

অভিযুক্তরা হল, পাপ্পু মণ্ডল, ললিত মণ্ডল, সুভাষ মণ্ডল, রণজিৎ মণ্ডল, হীরা লাল মণ্ডল ও নীলম দেবী।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় এক অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করা হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।