দিল্লি, ২১ জুলাই: বৃহস্পতিবার ইডির (ED) দফতরে হাজির হন কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ইডির দফতরে সোনিয়া গান্ধীর হাজিরা নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। ইডির দফতরে সোনিয়া গান্ধীর হাজিরা নিয়ে দিল্লিতে বিক্ষোভ শুরু হয়। সোনিয়া গান্ধীর ইডির দফতরে হাজির হতেই দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মী, সমর্থকরা। এসবের মধ্যে এবার ভাইরাল হয় সোনিয়ার পুরনো ভিডিয়ো। যে ভিডিয়োতে সোনিয়া গান্ধীকে বলতে শোনা যায়, 'আমি ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) পুত্রবধূ। কাউকে ভয় পাই না।'
நான் இந்திராவின் மருமகள், யாருக்கும் அஞ்ச மாட்டேன். pic.twitter.com/3mnwqbv88s
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 21, 2022
আরও পড়ুন: Sonia Gandhi: ইডির দফতরে আজ হাজির হতে পারেন সোনিয়া গান্ধী, বিক্ষোভের পথে কংগ্রেস
প্রসঙ্গত এর আগে রাহুল গান্ধীকে ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। পরপর বেশ কয়েকদিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যা নিয়ে কার্যত উত্তাল হয়ে ওঠে দিল্লি। রাহুল ইডির দফতরে হাজির হতেই দিল্লির রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মী, সমর্থকরা।