
নয়াদিল্লিঃ এপ্রিলের শুরুতেই খুশির খবর। কমল রান্নার গ্যাসের দাম(LPG Cylinder Price)। ৩১ মার্চ রাতেই সেই গ্যাসের দামের সংশোধিত চার্ট প্রকাশ করল জ্বালানি সংস্থাগুলি। কলকাতায় এক ধাক্কায় সাড়ে ৪৪ টাকা দাম কমছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। তবে এই মূল্য হ্রাস করা হয়েছে মূলত বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। ৩১ মার্চের আগে কলকাতায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯১৩ টাকা। এপ্রিল থেকে দাম কমে হল ১,৮৬৮ টাকা। ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম একই থাকছে।
কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কত জানেন?
প্রসঙ্গত,শেষ ২০২৪ সালের অগস্টে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার। অন্যদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং মেকানিজম গ্যাসের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে ৬.৫০ ডলার থেকে বাড়িয়ে ৬.৭৫ ডলার করা হয়েছে।
এপ্রিলের শুরুতেই খুশির খবর, কমল রান্নার গ্যাসের দাম
Oil marketing companies have revised the prices of commercial LPG gas cylinders.
The rate of a 19 kg commercial LPG gas cylinder has been reduced by Rs 41, effective today. In Delhi, the retail sale price of a 19 kg commercial LPG cylinder is Rs 1762 from today.
— ANI (@ANI) April 1, 2025