বন্যার জেরে ডুবেছে রাস্তা। আর সেই রাস্তাতেই গাড়ি চালাতে গিয়ে পড়লেন বিপদে।জলের মধ্যেই আটকে পড়ে রইল গাড়ি। ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংহপুরের রাহামা খোসলাপুর রোডে। দু জনকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল কর্তৃপক্ষ এবং আটকে থাকা ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
মহানন্দী নদীতে জলের পরিমান বেড়ে যাওয়ার কারণে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন তা জলমগ্ন ছিল। রাস্তা বুঝতে না পারার কারণে তাদের গাড়িটি একটি গাছের কাছে আটকে পড়ে। বাঁচার জন্য সেই গাছেই উঠে পড়ে তারা। এদের মধ্যেই একজন গাছ বেয়ে বাড়ুির ছাদে উঠে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে।
দমকল আসার পর প্রায় দু ঘন্টার তৎপরতায় উদ্ধার করা হয় দু জনকে। যাদের মধ্যে একজন হলেন রশ্নি রঞ্জন সোয়েন এবং অপরজন হলেন প্রশান্ত মোহান্তে।ওড়িশায় বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার কারণে রাস্তাগুলি জলের তলায় যাওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার সৃষ্টি করেছে।
Odisha: Two men rescued after their car gets stuck on flooded road
Read @ANI Story | https://t.co/x8Cg9NF2Es#Odisha #Flood #Jagatsinghpur pic.twitter.com/vra8mQIGDc
— ANI Digital (@ani_digital) September 19, 2023