ক দিন আগে ওডিশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Odisha Train Accidnet) -য় নিহতদের দেহ রাখা হয়েছিল বাহনগা বাজারের এক স্কুলে। স্কুল বাড়ির ক্লাসরুমে একে একে রাখা হয়েছিল দেহগুলিকে। বাহনগা বাজার হাইস্কুলকে বানানো হয়েছিল অস্থায়ী মর্গ হিসেবে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আতঙ্কে মুছে এবার জীবনে ফিরছে বালাসোর।
গ্রীষ্মের ছুটি শেষে খুলছে বাহনগা বাজার হাইস্কুল। কিন্তু ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ রাখায় বাহনগা বাজার হাইস্কুলে তাদের ছেলেমেয়েদের পাঠাতে রাজি নন অভিভাবকরা। ট্রেন দুর্ঘটনার দেহ রাখা স্কুলে যেতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। আর তাই প্রশাসন সেই স্কুল ভেঙে ফেলছে। যাতে কোনওভাবেই দু:স্বপ্নের বিস্মৃতি-চিহ্ন না থাকে। শুক্রবার বাহনগা বাজার হাইস্কুলের বেশীরভাগ অংশ ভেঙে ফেলা হল। আবার নতুন করে তৈরি হবে এই স্কুল। নতুন স্কুল বাড়ি তৈরি হলে তবেই পড়ুয়ারা ফের পঠনপাঠন শুরু করবেন।
দেখুন ছবিতে
Odisha train mishap: Admin starts razing Bahanaga school building #Odisha#Balasorehttps://t.co/dXQvBbuQqa
— OTV (@otvnews) June 9, 2023
দেখুন ভিডিয়ো
#Bahanaga school which became temporary morgue after #Balasore train accident is now being demolished . Parents of this school have pleaded for this as more than 200 bodies were kept here initially .@CNNnews18 pic.twitter.com/sPTIaNzIE4
— Kamalika Sengupta (@KamalikaSengupt) June 9, 2023
প্রসঙ্গত, শালিমার থেকে চেন্নাইয়ে যাওয়ার পথে গত শুক্রবার সন্ধ্যায় ওডিশার বালাসোরের বাহনগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে দেশের অন্যতম বড় রেল দুর্ঘটনা ঘটে। সরকারী হিসেবে ২৮৮ জন এই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।