রৌরকেল্লা ভুবনেশ্বর এক্সপ্রেসে পাঁথর ছোঁড়ার অভিযোগ। ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ বন্দেভারত এক্সপ্রেসের জানলার কাঁচ। ঘটনাটি ঘটেছে মারামান্ডালি এবং বুধাপাঙ্কের কাছে।ওড়িশার ঢেঙ্কানল আঙ্গুল স্টেশনে ঘটে এই দুর্ঘটনা।
বিষয়টি প্রথমে আরপিএফের নজরে আসে। এর পরই বিষয়টি ইস্ট কোস্ট রেলওয়ের আরপিএফ এবং জিআরপিকে জানানো হয়। এরপর ঘটনাস্থলে পৌছন আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। । যাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে তথ্য জোগাড় শুরু করেছে রেলওয়ে পুলিশ।
বিষটি স্থানীয় পুলিশকেও জানানো হয়। তবে বন্দে ভারত এক্সপ্রেসে পাঁথর ছোঁড়ার ঘটনা এই প্রথম নয় এর আগেও দেশের বিভিন্ন স্থানে এই ট্রেন লক্ষ্য করে পাঁথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনার জেরে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আহত হননি।
তবে এই ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে রেলওয়ের তরফে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।
যদিও এতকিছুর পরেও ট্রেনে পাঁথর ছোঁড়ার মত বিষয় লক্ষ্য করা যায়নি।
Stone pelted at Vande Bharat train in Odisha's Bhubaneshwar, windowpane damaged
Read @ANI Story | https://t.co/g1jGLxmy4z#Odisha #Bhubaneshwar #VandeBharat pic.twitter.com/GHVGHzVJC9
— ANI Digital (@ani_digital) November 27, 2023