প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ স্কুলে প্রার্থনা চলাকালীন শিক্ষিকার (Teacher) পায়ে হাত দিয়ে প্রণাম না করার কড়া 'শাস্তি।' পড়ুয়াদের বেধড়ক মারধর করার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই বরখাস্ত শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বেতনোটি ব্লকের প্রতিমাদেইপুর ক্লাস্টারের খান্ডাদেউলা সরকারি আপার প্রাইমারি স্কুলে। ওই স্কুলের ৩১ জন পড়ুয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, গত সোমবার স্কুলে প্রার্থনা চলাকালীন স্কুলের সহকারি শিক্ষিকা সুকান্তি করের পায়ে হাত দিয়ে প্রণাম করেনি পড়ুয়ারা। আর তাতেই চটেন তিনি। এরপরই কঞ্চি দিয়ে পড়ুয়াদের মারধর শুরু করেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই বিক্ষোভ দেন পড়ুয়াদের অভিভাবকেরা। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্কুল। পড়ুয়াদের বয়ান লিপিবদ্ধ করা হয় স্কুলের ম্যানেজিং কমিটির তরফে। গোটা ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে স্কুল সূত্রে খবর। উল্লেখ্য়,অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দেরি করে স্কুলে আসার অভিযোগ এনেছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বারবার তাঁকে বলেও কোনও কাজ হয়নি।

 প্রার্থনা চলাকালীন কেন প্রণাম করা হোল না তাঁকে? রাগে ৩১ জন পড়ুয়াকে মারধর, শিক্ষিকাকে বরখাস্ত করল স্কুল