গতকাল উলটো রথের সন্ধ্যায় ত্রিপুরার মত ওড়িশাতেও রথ টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। বুধবার ওড়িশায় দু’টি পৃথক ঘটনায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। কেওনঝড়ে জগন্নাথের রথের চূড়া রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রথের মধ্যে দাঁড়িয়ে থাকা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতেরা হলেন যুগল কিশোর বারিক (৪৫) এবং বরুণ গিরি (৫০)। এ ছাড়া, এই ঘটনায় দু’জন আহতও হয়েছেন।
অপরদিকে কোরাপুটের কোলাবনগরেও একই রকম ঘটনা ঘটে। সেখানেও রথের উপর তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে বিশ্বনাথ নায়েক নামের ২২ বছরের যুবকের। খবরে বলা হয়েছে যখন রথ টানা চলছিল সেই সময় রথের এর পতাকা (ধ্বজা) একটি লাইভ ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। যার ফলে রথের ব্রেকিং সিস্টেমের দায়িত্বে থাকা বিশ্বনাথ তড়িদাহত হন। এরপর নায়েককে দ্রুত লক্ষ্মণ নায়েক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কৃষ্ণ রাও নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
এ ছাড়াও পুরীতে জগন্নাথের রথ টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েক জন।পুরীতে উল্টোরথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে যায়। ছ’জন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁরা রথ টানছিলেন। দড়ি আচমকা ছিঁড়ে গেলে সকলে ছিটকে পড়েন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।