ওড়িশায় বেড়ে চলেছে স্ক্রাবটাইফাসের আতঙ্ক। যার জেরে কার্যত এবার নড়চড়ে বসল প্রশাসন। ওড়িশা সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে নজরদারী বাড়ানোর কথা জানানো হয়েছে। সম্প্রতি ওড়িশার বারগড় জেলায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
এই বিষয়ে রাজ্যের সমস্ত চিফ মেডিকেল অফিসার এবং পাবলিক হেলথ অফিসার, ডিরেক্টরকে সতর্ক করা হয়েছে।দফতরগুলিকে পর্যাপ্ত পরিমানে ওযুধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, "সমস্ত মৃত্যুর কারণগুলিকে খতিয়ে দেখা হবে। এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সেই সমস্ত তথ্যগুলিকে এসএসইউতে পাঠানো হবে।" এর পাশাপাশি রোগীর পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমানে যাতে টেস্ট কিট উপলব্ধ থাকে সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গেছে। রোগের মোকাবিলার ক্ষেত্রে উপযুক্ত ডাক্তারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
স্ক্রাব টাইফাস বা বুশ টাইফাস হিসেবে পরিচিত যা অরিয়েনশিয়া বা টুসুটুসুগামুলি নামক ব্যকটেরিয়া দায়ী। সাধারণত মাছির মাধ্যমে ছড়ায় এই সংক্রামক রোগ।
Odisha Govt on alert mode after Scrub Typhus kills 5 people
Read @ANI Story |https://t.co/t5rYeAWlQ6#ScrubTyphus #Odhisha pic.twitter.com/IMlDsed7kl
— ANI Digital (@ani_digital) September 15, 2023