রায়রাংপুরের (Rairangpur) শিব মন্দিরের মেঝে ঝাঁট দিলেন এনডিএ (NDA) জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এর আগে আজ সকালে রায়রাংপুর জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। গতকালই ওড়িশার এই আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। আজ সকাল থেকে তাঁকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
দেখুন ভিডিও:
#WATCH | Odisha: NDA's presidential candidate Draupadi Murmu sweeps the floor at Shiv temple in Rairangpur before offering prayers here. pic.twitter.com/HMc9FsVFa7
— ANI (@ANI) June 22, 2022