নয়াদিল্লি, ২২ জুন: নির্দিষ্ট কিছু সতর্কতা অবলম্বনে পুরী রথযাত্রার সপক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Chief Minister Naveen Patnaik) নেতৃত্বে উড়িষ্যা সরকারের। সোমবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয় উড়িষ্যা সরকার (Odisha government)। হলফনামায় বলা হয়েছে, ভক্তদের উপস্থিতি ছাড়াই পুরীর গজপতি মহারাজ এবং মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু নীতি-নির্দেশিকা-নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে। সেই নির্দেশ মেনেই পুরীর (Puri) রথযাত্রার (Rath Yatra) অনুষ্ঠান সম্ভব।
উড়িষ্যা সরকারের এই মামলায় লড়ছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। সর্বোচ্চ আদালতের কাছে তিনি জানিয়েছেন, "কোটি কোটি মানুষের বিশ্বাস এবং ভরসার জায়গা রথযাত্রা। যদি এবার না হয় রথযাত্রা তাহলে ঐতিহ্য মেনে আগামী ১২ বছরের জন্য বাতিল হয়ে যাবে রথযাত্রা।" তবে লাখ লাখ জনসমাগম কীভাবে আটকানো সম্ভব। সেই বিষয়টি নিয়েও পথ বাতলে দিলেন তুষার মেহেতা। তিনি জানিয়েছেন, রথযাত্রা নিয়ে উড়িষ্যা সরকারের কোনও আপত্তি নেই। সেক্ষেত্রে ভিড় এড়াতে টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করার প্রসঙ্গও এদিন টানলেন তুষার মেহেতা।
গত ১৮ জুন পুরীর রথযাত্রায় (Puri Rath Yatra 2020) স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৩ জুন রথযাত্রা উৎসব ছিল। যদিও করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এবছর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছিলেন, জনস্বাস্থ্য ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে, উড়িষ্যার পুরীতে এই বছর রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। আমরা যদি এই বছর রথযাত্রায় এত বিশাল সমাবেশের অনুমতি দিই, তবে ভগবান জগন্নাথদেব (Jagannath) আমাদের ক্ষমা করবেন না। মহামারী চলাকালীন এত বিশাল জমায়েত হতে পারে না।