Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha) ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। রেললাইনের কাছে থাকা একটি ব্রিজের নীচ থেকে উদ্ধার হল দেহ। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, ওড়িশার সম্বলপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়ার নাম অঞ্জনেয় দাস। বুরলার বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সসিটি অফ টেকনোলজি-র চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। ওড়িশার জাজপুরের বাসিন্দা অঞ্জনেয়। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওই পড়ুয়া। এরপর মঙ্গলবার সম্বলপুরের একটি রেল ব্রীজের নীচ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পরিবার।

অন্যদিকে, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সোমবার সন্ধ্যায় হোস্টেল থেকে বের হন ওই পড়ুয়া। সেই সময় ফোনে কোনও মহিলার সঙ্গে কথা বলছিলেন তিনি। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর মৃত পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে পারেননি বাবা-মা ও তাঁর বন্ধুরা।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু, রেললাইনে ধার থেকে উদ্ধারা ক্ষতবিক্ষত দেহ