Train (Photo Credit: File Photo)

বড়সড় ট্রেন দুর্ঘটনার পর আবার বিপত্তি ওড়িশাতে। পুরী-দুর্গ এক্সপ্রেসের ব্রেক প্যাডে লাগল আগুন।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার নওপাড়া জেলায়।জানা গেছে,  ১৮৪২৬ নম্বর ট্রেনের B3 কোচে আগুন লাগার ঘটনা ঘটে। পর্যাপ্ত পরিমানে ব্রেক না কষার কারণে ঘর্ষণের ফলে আগুন লেগে যায় ব্রেকপ্যাডে।যদিও কোচের মধ্যে আগুন ঢোকেনি বললে খবর।

বেশ কিছুদিন আগেই করমণ্ডল এক্সপ্রেসে ঘটেছে দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তার রেশ কাটতে না কাটতেই আবার আগুন লাগার ঘটনা আতঙ্কের সৃ্ষ্টি করেছে সাধারণ মানুষের মনে।