Representative Image (Photo Credit: Twitter)

কানপুর, ২৯ নভেম্বর: যোগী রাজ্যে আরও একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। উত্তর প্রদেশের ঝালাউনে আঁতকে ওঠার মত ঘটনা। সকালে কাজে যাওয়ার সময় এক নার্সকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল।  স্কুটারে চড়ে ৩০ বছরের সেই নার্স স্বাস্থ্যকেন্দ্রে ডিউটির জন্য যাচ্ছিলেন। সুযোগ বুঝে সেই নার্সকে জোর করে স্কুটার থেকে নামিয়ে জঙ্গলে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গোবিন্দ ও রাম মিলনের নামের দুই ব্যক্তিকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

নার্সকে মারধরের অভিযোগও উঠেছে। চারজন সেই নার্সকে জোর করে ধরে রাখে আর দু জন গণধর্ষণ করে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গণধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে লাঠি ও লঙ্কা গুঁড়ো জোর করে ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।

ঝালাউনে নার্সকে গণধর্ষণের অভিযোগ

জয়ন্তী দেবী নামের এক মহিলার নির্দেশেই সেই নার্সকে তারা গণধর্ষণ করেছে বলে অভিযোগ জানিয়েছে দুই ধৃত। জয়ন্তী দেবীর স্বামীর সঙ্গে নার্সের অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেই রাগ থেকেই জয়ন্তী দেবীকে এই ষড়যন্ত্র করেন। নার্সের যৌনাঙ্গে লঙ্গাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। জঙ্গলের পাশে চাষের কাজ করা কৃষকরা চিতকার শুনে ছুটে আসেন। উত্তর প্রদেশ পুলিশ এখনও এই ঘটনায় মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং তদন্ত শুরু করেছে।