Nuh Clash (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ অগাস্ট: হরিয়ানার নুহ জেলায় গত ৩১ জুলাই যে উত্তেজনা ছড়ায়, তা নিয়ে এবার নয়া দাবি করলেন গো রক্ষক বিট্টু বজরঙ্গী। ৩১ জুলাই নুহ-তে যে ধর্মীয় শোভাযাত্রা বের হয়, সেখানে অনেক তলোয়ার হাতে বের হন বলে একাধিক ছবিতে উঠে আসে। যা নিয়ে বিট্টু বজরঙ্গী দাবি করেন, শুধুমাত্র পুজোর জন্য তাঁরা অস্ত্র হাতে ওই শোভাযাত্রায় অংশ নেন। তাঁদের শোভাযাত্রায় বহু মহিলা এবং শিশু ছিলেন। তাহলে কীভাবে তাঁরা অন্য কারও উপর হামলা চালাতে পারেন বলে পালটা প্রশ্ন তোলেন গুরুগ্রামের গোরক্ষক বিট্টু বজরঙ্গী। ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে বিট্টু বজরঙ্গী দাবি করেন, তাঁরা প্রত্যেক বছর এই শোভাযাত্রা বের করেন। প্রত্যেক বছরই তা অত্যন্ত শান্তপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিট্টু বজরঙ্গী আরও বলেন, শোভাযাত্রার পর মন্দিরে পুজো করে তারপর খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর তাঁরা যখন ফেরেন, তখন তাঁদের সামনে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই রাস্তার কাছেই একটি অন্য ধর্মের ধর্মীয়স্থান ছিল। সেখান থেকে প্রথম আগুন ধরানো হয় বলে অভিযোগ বিট্টু বজরঙ্গীর। এরপর তাঁরা ঘুরপথে মন্দিরে আসেন। মণিপুরে যা হয়েছে, তা যেন তাঁদের মহিলাদের সঙ্গে না হয়, সুরক্ষা বজায় রাখতেই তাঁরা ফের মন্দিরে এসে হাজির হন বলে দাবি করেন বিট্টু বজরঙ্গী।

কেউ যদি তাঁদের শোভাযাত্রায় বন্দুক নিয়ে হাজির হন, তাঁর কাছে লাইসেন্স ছিল। পাশাপাশি পুজোর জন্যই তলোয়ার নিয়ে শোভাযাত্রায় তাঁরা হাজির হন বলে দাবি করেন গোরক্ষক বিট্টু বজরঙ্গী।