Nuh Violence (Photo Credit: Twitter)

দিল্লি, ১ অগাস্ট: ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হরিয়ানার নুহ। নুহ-তে উত্তেজনার জেরে এবার গুরুগ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে একজনের মৃত্যু হয়। আরও বেশ কয়েকজন আহত হন বলে খবর। গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরের আঞ্জুনমান জামা মসজিদে হামলা চালানো হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী তথা গুরুগ্রামের সাংসদ ইন্দ্রজিৎ সিংয়ের তরফে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবর জানানো হয়। ইন্দ্রজিৎ জানান, গুরুগ্রামের মসজিদে হামলার জেরে ২ জনের মৃত্যু হয়। যাঁর মধ্যে মসজিদের ইমামও ছিলেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: Nuh Violence: ধর্মীয় শোভাযাত্রা ঘিরে উত্তেজনা, হরিয়ানার নুহ-তে নামল আধাসেনা

প্রসঙ্গত, ধর্মীয় শোভাযাত্রায় হামলার জেরে নুহ যখন উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় গোটা এলাকাকে শান্ত করতে জারি করা হয় ১৪৪ ধারা, রাস্তায় নামানো হয় আধা সেনা। সেই  সঙ্গে নুহ এবং ফরিদাবাদে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।