মুম্বই, ৪ অগাস্ট: হরিয়ানা নিয়ে তিনি কোনও ট্যুইট করেননি। তাঁর নাম করে যে ট্যুইট করা হয়েছ, তা ভুয়ো অ্যাকাউন্ট থেকে। তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। তিনি কোনও ধরনের ট্যুইট করেননি। হরিয়ানার নুহ-তে হিংসার ঘটনায় গোবিন্দার ট্য়ুইটার অ্যাকাউন্ট থেকে যে ট্য়ুইট করা হয়, তার জন্য তিনি দায়ি নন। বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। তাঁকে যেন রাজনীতি থেকে দূরে রাখা হয়। এমনই জানালেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা। পাশাপাশি অনুমতি ছাড়া তাঁর টিম কখনওই এই ধরনের ট্যুইট করবে না বলেও দাবি করেন গোবিন্দা। এই ধরনের ভুয়ো খবর অত্যন্ত বিপদজনক বলেও মন্তব্য করেন অভিনেতা।
View this post on Instagram
গত ৩১ জুলাই হরিয়ানার নুহ জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয় একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে। যা নিয়ে হরিয়ানার এই জেলা উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। নুহ-এর ঘটনার পর গুরুগ্রামেও ছড়ায় আতঙ্ক। ফলে ৩১ জুলাইয়ের ঘটনার পর হরিয়ানার নহ, গুরুগ্রাম এখনও থমথমে।