Nuh Violence (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১ অগাস্ট: ধর্মীয় শোভাযাত্রায় হামলার অভিযোগে অশান্তি ছড়ায় হরিয়ানার নুহ-তে (Nuh)। হরিয়ানার নুহ-তে অশান্তির জেরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। বন্ধ ইন্টারনেট পরিষেবা। গুজব ছড়ানো যাতে বন্ধ হয়, তার জন্যই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে খবর। নুহ-এর পাশাপাশি ফরিদাবাদেও ইন্টারনেট পরিষবা বন্ধ করা হয়েছে বুধবার পর্যন্ত।

হরিয়ানার নুহ জেলায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য স্থানীয়দের শান্তি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। 'হরিয়ানা এক, হরিয়ানভি এক' স্লোগান দিয়ে সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী খাট্টার। রাজ্যে শান্তি বজায় রাখার দায়িত্ব প্রতিটি মানুষের। তাই প্রত্যেককে রাজ্যের শান্তি বজায় রাখতে সচেষ্ট হতে হবে বলেও ডাক দেন খাট্টার। মুখ্যমন্ত্রী এবং সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ একসঙ্গে রাজ্যের মানুষের কাছে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, সোমবার ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা চলাকালীন, সেই ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ ওঠে। মনু মানেসর ওই শোভাযাত্রায় যোগ দেওয়ার পরই সেখানে হামলার অভিযোগ ওঠে বলে খবর। জলাভিষেক যাত্রায় পাথর ছোড়া হলে, তারপর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে। ফলে সোমবার রাত থেকে নুহ জেলায় পুলিশ মোতায়েন করা হয়।

প্রসঙ্গত হরিয়ানার ভিওয়ানিতে এক মুসলিম ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে সম্প্রতি মনু মানেসরের বিরুদ্ধে। মনু মানেসরের পাশাপাশি আরও ২১ জনের বিরুদ্ধে ওই মুসলিম ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে।