Nuh (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৪ অগাস্ট: ৩১ জুলাই হরিয়ানার নুহ জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হওয়ায়, তার আগুন এখনও অব্যাহত। নুহ জেলায় উত্তেজনা ছড়ানোর পর এবার সেখানকার ২৫০টি বেআইনি ঝুপড়ি ভেঙে ফেলা হয়েছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে নুহ জেলার একাধিক জায়গায় ঝুপড়ি তৈরি করে থাকতে শুরু করেন বেশ কিছু মানুষ। গত ৩১ জুলাই নুহতে যে ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ ওঠে, তা এইসব বেআইনি অবৈধ বস্তি থেকেই করা হয় বলে অভিযোগ। বুলডোজার দিয়ে ওই অবৈধ ঝুপড়ি ভাঙা হয়েছে। যা দেখে বেশ কয়েকজন মহিলা বাধা দিতে গেলে, তা ফলপ্রসূ হয়নি। মহিলা পুলিশ এবং ফোর্স দিয়ে প্রতিবাদকারী মহিলাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় বলে খবর।

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা হাজির হয়ে ওই সব ঝুপড়িতে থাকতে শুরু করেন বলে খবর। ফলে ওইসব ঝুপড়ি থেকেই সেদিন ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছড়িয়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলে বলে অভিযোগ।

শুধু তাই নয়, ওই সব ঝুপড়ি থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মও হয় বলে অভিযোগ।