Nuh On High Alert (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৮ অগাস্ট: বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় অনুমতি দেননি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় অনুমতি না মিললেও, সংশ্লিষ্ট সংগঠনের তরফে যাত্রা করা হবে বলে জানানো হয়। যার জেরে হরিয়ানার নুহ জেলারয় কড়া পাহারা মোতায়েন করা হয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অশান্তি না ছড়ায়, তার জন্য নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। রিপোর্টে প্রকাশ, নুহতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই সঙ্গে নুহ-তে পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া যাতে কোনও কাজ না হয়, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রার দিন নহ-র সমস্ত স্কুল কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আধিকারিক অশ্বিনী কুমার।

মুখ্যমন্ত্রীর অনুমতি না মিললেও, শোভাযাত্রায় কোনও ধরনের অশান্তি ছড়াবে না বলে জানানো হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফে। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন করা হবে বলে জানায় বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়, জি ২০  শুরু হতে যাচ্ছে। সেই কারণে ২ দিনের মধ্যে এই শোভাযাত্রা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। প্রসঙ্গত গত মাসে একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার নুহ।