UPI New Rules (Photo Credits: X)

চলতি মাসেই ইউপিআই লেনদেনের (UPI Transaction) উর্ধ্বসীমা বাড়িয়ে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ৫ লক্ষ টাকা। গত ২৮ অগাস্ট থেকেই এই নির্দেশিকা প্রকাশ্যে আসে। যার ফলে উচ্চ-মূল্যের ডিজিটাল পেমেন্টের চাহিদা মিটতে চলেছে অনেকেরই। যদিও প্রথমে এই উর্ধ্বসীমা নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই কার্যকর থাকবে। সেক্ষেত্রে ব্যবসায়ী, পর্যটন বিভাগ, বিমা সংস্থাগুলি বিশেষভাবে লাভবান হবে। নয়া এই নির্দেশিকা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সমস্ত ইউপিআই অ্যাপ ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ওপর কার্যকর হতে চলেছে।

কারা কারা উপকৃত হবেন?

নয়া নির্দেশিকা কার্যকর হলে ক্যাপিটাল মার্কেট, বিমা, সরকারি ই-মার্কেটপ্লেস, ক্রেডিট কার্ডের বিল, কালেকশন, পর্যটন, ব্যবসা/ব্যবসায়ী (পূর্ব-অনুমোদিত পেমেন্ট), ফরেক্স খুচরা ব্যবহারের ক্ষেত্রে (BBPS প্ল্যাটফর্মের সাথে), ডিজিটাল অ্যাকাউন্ট খোলা (টার্ম ডিপোজিটের জন্য)। যদিও জুয়েলারি ও ডিজিটাল অ্যাকাউন্ট খোলা-প্রাথমিক ফান্ডিংয়ের ক্ষেত্রে উর্ধ্বসীমা ২ লক্ষ টাকাই রাখা হয়েছে।

উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ায় উপকৃত হবে অনেকেই

প্রসঙ্গত, আগে ইউপিআই পেমেন্টের জন্য ২-৩ লক্ষ টাকা উর্ধ্বসীমা নির্ধারণ করেছিল এনপিসিআই। তবে এবার সেই উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ায় উপকৃত হবেন ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরগুলি।