Representational Image (Photo Credits: Pixabay)

চলতি বছর জুলাই মাসে হরিয়ানা (Haryana), পঞ্জাবের জনপ্রিয় ব়্যাপার ফাজিলপুরিয়ার ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গাড়ির মধ্যে সেই সময় শিল্পী উপস্থিতও ছিলেন। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাটি সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। কয়েকমাস আগেই এই ঘটনায় যুক্ত এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তদন্তকারীদের হাতে ধরা পড়ল এই ঘটনার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত।

ধৃত অভিযুক্ত কুখ্যাত অপরাধী

রবিবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত গ্যাংস্টার সুনীল সারধনিয়াকে (৩৯)। ধৃত সোনিপতের সারধনিয়া গ্রামের বাসিন্দা। দেশের বিভিন্ন প্রান্তেই সে কোনও না কোনও অপরাধ করেছে। তাঁর বিরুদ্ধে মোট ২৪টি ফৌজদারি মামলা চলছে। সম্প্রতি হরিয়ানাতে ৩টি ঘটনা করে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিল। এদিন দিল্লি বিমানবন্দরে তাঁকে দেখেই আটক করে পুলিশ। রাহুল ফাজিলপুরিয়ার ওপর প্রাণঘাতী হামলা ছাড়াও চলতি বছরের অগাস্ট মাসে গুরগাঁওতে রাহুল শোকিন নামে এক ব্যক্তিকে খুন ও গুরগাঁও-তে একটি বিল্ডার্সের অফিসে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সুনীল।

ফাজিলপুরিয়ার ওপর গুলি হামলা

প্রসঙ্গত, গত জুলাই মাসে বাদশাহপুরের কাছে সাউদার্ন পেরিফেরাল রোডের ব়্যাপার রাহুল ফাজিলপুরিয়ার ওপর হামলা করে সুনীল সারধনিয়ারা। এই ঘটনার পরের মাসেই সোনিপত থেকে বিশাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করেই সুনীলের সন্ধান পায় পুলিশ।