Kashmiri Pandit: বাইশে উপত্যকা ছাড়তে হয়নি কোনও কাশ্মীরি পণ্ডিতকে, রাজ্যসভায় জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
Kashmiri Pandits (Photo Credits: IANS)

দিল্লি, ২৭ জুলাই: ২০২২ সালে কোনও কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Pandit) বাড়ি ছাড়তে হয়নি। চলতি বছরে কোনও কাশ্মীরি (Kashmir) পণ্ডিতকে উপত্যকা ছেড়ে বের হতে হয়নি। রাজ্যসভার অধিবেশনে বুধবার এমনই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের প্রশ্নের প্রেক্ষিতে এমনই জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

রিপোর্টে প্রকাশ, ২০২২ সালে কতজন কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়েছেন বলে প্রশ্ন করা হয়। যার উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, চলতি বছরে এখনও পর্যন্ত কোনও কাশ্মীরি পণ্ডিতের উপত্যকা ছাড়ার খবর নেই।

আরও পড়ুন:  Mamata Banerjee: '২০২৪-এ ক্ষমতায় আসবে না বিজেপি,' বললেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

এসবের পাশাপাশি নিত্যানন্দ রাই আরও জানান, ২০২২ সালের ২০ জুলাই পর্যন্ত কাশ্মীরে ৬৫১৪ জন কাশ্মীরি পণ্ডিত বসবাস করছেন। যার মধ্যে কুলগামে রয়েছেন ২৬৩৯ জন। বুদগামে ১২০৪ জন, অনন্তনাগে ৮০৭ জন, পুলওয়ামায় ৫৭৯ জন, শ্রীনগরে ৪৫৫ জন, সোপিয়ানে ৩২০ জন,  ২৯৪ জন বারামুলায়, গান্ডেরওয়ালে ১৩০ জন, বন্দিপোরায় ৬৬ জন এবং কুওয়ারায় ১৬ জন।